বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার জোড়খালি গ্রামের গোলাম রহমানের ছেলে আলম হোসেনেকে (৩৭) মাদক ব্যবসার অভিযোগে ৬০ গ্রাম গাঁজাসহ নিজ বাড়ি থেকে গ্রফতার করা হয়েছে। এছাড়া একই এলাকার নিজ নাটাবাড়ি গ্রামের গোলা সেখের ছেলে জাহিদুল ইসলামকে (৩৩) মাদক দ্রব্য সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আলম ও জাহিদুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।