Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২১ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২২ AM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দূর্গম চর এলাকা বলে খ্যাত কৈজুরী, জালালপুর ও খুকনী ইউনিয়নের নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন।

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের আরকান্দি, বাওইখোলা, ভ্যাকা, ঘাটাবাড়ি ও পাকুয়া গ্রাম পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি ভাঙ্গন কবলিত এলাকার মানুষের সাথে কথা বলেন।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে সব সময় আপনাদের পাশে আছি এবং যেকোন সমস্যা মোকাবেলায় আমরা আপনাদের সহযোগিতা করবো। আপনারা ধৈর্য্য হারাবেন না। সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে।

তিনি আরও জানান, ইতিমধ্যেই কৈজুরী, জালালপুর ও পোরজনা ইউনিয়নের ৩'শ ৫০টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, বিস্কুটসহ ৯টি আইটেম বানভাসী মানুষের মাঝে দেওয়া হয়েছে। আর যাদের বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে তাদের তালিকা করে প্রত্যেকের ঘরবাড়ি নির্মাণ করা হবে বলে তিনি জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ।

এদিকে কয়দিন ধরেই ৩টি ইউনিয়নে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। কয়েকটি গ্রাম সম্পূর্ণ নদী গর্ভে তলিয়ে গেছে। 

Bootstrap Image Preview