Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিগ বসের প্রলোভনে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন অনুপ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৫ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪২ PM

bdmorning Image Preview


এটা নতুন কোনো খবর নয় যে, ফের আলোচনায় এলো ‘বিগ বস’। নানা কারণেই আলোচনা-সমালোচনায় ঘিরে থাকে সালমান খানের উপস্থাপনায় এ ‘বিগ বস’ অনুষ্ঠানটি। এবার আলোচনায় শুরু হয়েছে অন্যতম বিখ্যাত ভজন গায়ক অনুপ জলোটাকে নিয়ে।

অনুপ জলোটা ও তার থেকে ৩৭ বছরের ছোট প্রেমিকা জসলিন মাথারুর সম্পর্ক ঘিরে গুঞ্জনের শেষ নেই বিগ বসের ঘরে। তবে এরই মধ্যে জনপ্রিয় এ গায়ককে নতুন করে বিতর্কে জড়ালেন অনীশা সিংহ শর্মা নামের এক টিভি অভিনেত্রী। তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যৌন হেনস্থার।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, অনীশা সিংহ শর্মা এই অভিযোগ এনেছেন যে, তার সঙ্গে জুটি বেঁধে ‘বিগ বস’-এ প্রতিদ্বন্দ্বিতা করার প্রতিশ্রুতি দিয়ে যৌন মিলনে লিপ্ত হয়েছেন অনুপ জলোটা। শুধু তাই নয় গত ছ’মাসে তার সঙ্গে অনুপ দু’বার মিলিত হয়েছেন। তাকে ভোগ করার তৃপ্তি মিটে যাবার পর থেকেই এড়িয়ে চলা শুরু করেন অনুপ। এসময় অনীশার ফোন ধরা থেকেও বিরত থাকে সে।

এদিকে জসলিন মাথারুর সঙ্গে অনুপের জুটি বাঁধার খবর দেখে চমকে যান অনীশা। সে ধারণা করে ফেলে, হয়ত এই মেয়েকেও লোভ দেখিয়ে দলে ভিড়িয়েছেন তিনি। অনুসন্ধান করলে অনুপের লালসার শিকার হওয়াদের তালিকায় আরও অনেক নারীর নামই উঠে আসবে।

এরই মধ্যে অনীশার ধারণাকে বাস্তবে নিয়ে আসে অপর এক জনপ্রিয় টিভি অভিনেত্রী। তিনি অভিযোগ তোলেন, অনুপ জলোটা নাকি তাকেও যৌন প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তার সঙ্গে বিছানায় গেলে বিগ বসে সুযোগ করে দিয়ে তারকা বানিয়ে দেবেন অনুপ।

উল্লেখ্য, অনীশা পুলিশে অভিযোগ দায়ের করেছেন অনুপের বিরুদ্ধে। অনীশার অভিযোগের ভিত্তিতে অনুপকে পুলিশি সমনও পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview