তারকা জুটি আনুশকা শর্মা এবং বিরাট কোহলি নিয়ে আলোচনার কমতি নেই। ভক্তদের নজর এড়াতে পারেনি এ জুটির একটি ঘটনাও। কেবল তাই না এ জুটির খবর রাখেন স্বয়ং বলিউডের 'বিগ বি' আমিতাভ বচ্চন। এবার তারই প্রমাণ মিললো যখন আনুশকাকে তিনি বলেই বসলেন ‘বিরাটের দিকে শুধু চুমু ছুড়ে দাও’।
ঘটনাটি খুলে বালা যাক, অমিতাভের 'কউন বনেগা ক্রোড়পতি'তে নিজেদের ছবি 'সুই-ধাগা'র প্রোমোশনে হাজির হয়েছিলেন আনুশকা শর্মা ও বরুণ ধাওয়ান। আর কথা কথায় অমিতাভ বলে ফেললেন আনুশকার চুমুর কথা। আনুশকাকে স্পষ্টই বলে ফেললেন অমিতাভ, 'টিভিতে ক্রিকেট খেলা হলে তুমি তো শুধু বিরাটের দিকেই তাকিয়ে থাকো। তবে অমিতাভের কথায় লজ্জিত হয়ে বসে ছিলো না আনুশকাও।
আনুশকা জানান, 'না, না মাঝে মধ্যে গোটা টিমকেও দেখি। এরপরই যেন বোম ফাটালেন অমিতাভ। সোজা আনুশকাকে বললেন, 'আমি জানি, তুমি কী করও। বিরাটের দিকে শুধু চুমু ছুড়ে দাও!'
অমিতাভ শুধু বললেন না, রীতিমতো অভিনয় করে দেখালেন গোটা কাণ্ড! আর এতে আনুশকা হেসে গড়াগড়ি!