দীর্ঘ চার বছর ধরে মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগার পর এবার উন্নত চিকিৎসা নিতে ভারতের চেন্নাই যাচ্ছেন ঢাকাই ছবির অভিনেতা আফজাল শরীফ। তার এ চিকিৎসার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনেতা আফজাল শরীফকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
গত বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই অভিনেতার কাছে চেক হস্তান্তর করেন।
জানা যায়, গত চার বছর শারীরিক সমস্যা থাকায় কিছুদিন পরপর থেরাপি নেয়াসহ চিকিৎসায় মোটা অঙ্কের টাকা খরচ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। তবুও পুরোপুরি সুস্থ হতে পারছিলেন না। প্রয়োজন ছিল আরও অনেক টাকা। কিন্তু সেই টাকার জোগার করতে পারছিলেন না তিনি। বাধ্য হয়ে এই অভিনেতাকে প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করতে হয়েছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আবেদনে সাড়া দিয়ে গত ১৯ সেপ্টেম্বর তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা প্রদান করেন। এবার সেই টাকায় উন্নত চিকিৎসা নিতে যাচ্ছেন আফজাল শরীফ।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার। তিনি আমার মতো অনেক শিল্পীর বিপদে পাশে দাঁড়িয়েছেন। আল্লাহও যেন তার বিপদে পাশে থাকেন।’
তিনি আরও বলেন, ‘আমার উন্নত চিকিৎসার জন্য সবকিছু গুছিয়ে আনা হয়েছে। আগামী মাসের শেষের দিকে চেন্নাই যাব। আমি যে সমস্যায় ভুগছি সবাই বলছে চেন্নাইতে তার ভালো চিকিৎসা হয়। তাই সেখানেই যাচ্ছি। সবার কাছে আমি দোয়া চাই যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারি। আমি আরও অনেকদিন অভিনয়ে থাকতে চাই।’