চারদিকে কাশফুলে ছেয়ে গেছে। দূর থেকে দেখলে মনে হয় সাদা মেঘের ভেলা মাটিতে নেমে এসেছে। আগামী মাসেই অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
দূর্গাপূজা উপলক্ষে এরইমাঝে নানা প্রস্তুতি শুরু হয়েছে। সেজে উঠেছে প্রকৃতি। সেই রঙ গায়ে লাগিয়ে দেবী দূর্গা রূপে সেজেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।তবে তার এই সাজ একটি ফ্যাশন হাউসের ফটোশুটের জন্য।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘গত ২০ সেপ্টেম্বর রঙ বাংলাদেশের আয়োজনে দুর্গাপূজার ফটোশুট করেছি। এ ধরণের কাজ করতে নিজের কাছে ভালো লাগে। ছবিগুলা খুব ভালো এসেছে।’
প্রসঙ্গত, অপু বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায় কাজ করছেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। তিনি দেশের বাইরে বিভিন্ন শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।