Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৬ পেট্রোল বোমাসহ পাঁচ শিবিরকর্মী আটক

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০১:২০ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০১:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিরাজগঞ্জের সদর উপজেলার ছোনগাছা এলাকা থেকে ছয়টি পেট্রল বোমাসহ পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আটকের সময় তারা নাশকতার পরিকল্পনা করছিলো বলে জানায় পুলিশ।

আজ শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, ছোনগাছা মধ্যপাড়া সরকারবাড়ি জামে মসজিদের সামনে জমায়েত হয়ে বেশকিছু শিবিরকর্মী সরকারবিরোধী নাশকতার জন্য পরিকল্পনা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছে। এবং সেখান থেকে জানপুর মহল্লার সোলায়মান শেখের ছেলে হাফিজুল ইসলাম (২২), পাচঠাকুরীর নিজাম উদ্দিনের দুই ছেলে নাসির উদ্দিন (১৯) ও ওবায়দুল হক নাঈম (১৬), চরছোনগাছা মধ্যপাড়ার আব্দুল খালেকের ছেলে সবুজ ইসলাম (১৯) এবং চরছোনগাছার শহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৯) কে গ্রেফতার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু শিবিরকর্মী পালিয়ে যায়। তবে ৫ জনকে আটক করতে পুলিশ সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি পেট্রল বোমা উদ্ধার করা হয়। আটক সবাই ছাত্রশিবিরের কর্মী বলে জানান ওসি।

Bootstrap Image Preview