বগুড়ার ধুনট উপজেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদানের জন্য সরকারিভাবে ১০ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়েছে।
শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, ধুনট উপজেলায় ২০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই উপজেলায় ৮জন শ্রেষ্ঠ ব্যক্তি এবং ২টি বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এর মধ্যে উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষা কর্মকর্তা মাকছুদার রহমান, কর্মচারী আনন্দ চন্দ্র কুন্ডু, নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন শ্রেষ্ঠ শিক্ষক, নাংলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবিদা সুলতানা শ্রেষ্ঠ শিক্ষিকা, বড়বিলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ কাব শিক্ষক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজ কর্মী, গোসাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বেলাল হোসেন শ্রেষ্ঠ সভাপতি (এসএমসি), চান্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আশিক বাবু শ্রেষ্ঠ কাব শিশু, ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় এবং ঝরে পড়া শিক্ষার্থীর হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হওয়ায় খাটিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
উপজেলার শ্রেষ্ঠ সভাপতি (এসএমসি) বেলাল হোসেন বলেন, শিশুদের শিক্ষার মান উন্নয়নে তৃণমূল পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচনের বিষয়টি সরকারের ভাল একটি উদ্যোগ। প্রতিটি ক্ষেত্রে এ ধরনের উৎসাহ-উদ্দীপনা কাজে সফলতা বয়ে আনে। শিক্ষা বিস্তারে ভালে কাজের সরকারি স্বীকৃতি পেয়ে অনেক খুশি হয়েছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) কামরুল হাসান বলেন, প্রাথমিক শিক্ষার মান বাড়াতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট চুড়ান্ত তালিকা পাঠানো হয়েছে।