বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন নৌকার পক্ষে ঈশ্বরদী বাজারে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ শনিবার (২২ সেপ্টেম্বর) ঈশ্বরদী বাজারের বিভিন্ন স্থানে মার্কেট ও বিপণি বিতানে ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন।
জানা যায়, আজ সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী বাজারের ওসমান গনি সুপার মার্কেট, মনির প্লাজা, জাকের সুপার মার্কেট, আব্বাস সুপার মার্কেট, পুরাতন কাপড় বাজার মার্কেট, মুদি দোকান, কাঁচা বাজার ও আড়তসহ বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানে গণসংযোগ করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য টিভি বিশিষ্ট অভিনেতা সৈয়দ শুভ্র, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক (অব.) এম এ কাদের, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন শাহ মন্ডল, আওয়ামী লীগ নেতা সূর্য প্রামানিক, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বপন প্রমুখ নেতৃবৃন্দ।