ক্রিকেট মাঠে ঝড় তোলার পর এবার রূপালী পর্দায় কাঁপাতে আসছেন টিম ইন্ডিয়ার কযাপ্টেন বিরাট কোহলি। শুনে অবাক লাগছে!বিশ্বাস হচ্ছে না।সেই জন্য আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিরাটভক্তদের অপেক্ষা করতে হবে। কারণ, ‘বিরাট কোহলির সিনেমার’ ট্রেলর সেদিনই লঞ্চ হওয়ার কথা।
নতুন সিনেমা নিয়ে নিজের টুইটার পোস্ট করেছেন বিরাট। একই পোস্ট হয়েছে ভারত অধিনায়কের ইনস্টা অ্যাকাউন্টেও। সেখানে বিরাট লিখেছেন, “১০ বছর পর আবার একটা অভিষেক হবে, আমি আর অপেক্ষা করতে পারছি না।”
২০০৮ সালের ১৮ অগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। এর পর কেটে গিয়েছে এক দশক। বিরাট এখন ভারতের তো বটেই বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যান।