Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারিয়াকান্দিতে ৩ দিনব্যাপী এনএইজডি'র মৌলিক প্রশিক্ষণ শুরু

তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩১ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩১ AM

bdmorning Image Preview


বগুড়া সারিয়াকান্দির ভেলাবাড়ী ইউনিয়নে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইজডি) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী গণনাকারী/আদমশুমারির মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ চলবে ২৪তারিখ পর্যন্ত এবং মানুষ গণনার কাজ ২৭সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৬অক্টোবর পর্যন্ত।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এনএইজডি প্রকল্পের জোনাল অফিসার ও উপ সহকারি কৃষি অফিসার মোঃ শফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, ইউনিয়ন কমিটির সভাপতি ও ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দীন। 

বক্তব্যে তিনি বলেন, আপনাদেরকে সঠিক ও সত্য নির্ভর তথ্য যাচাইয়ের মাধ্যমে খানা জরিপের ডাটাবেইজ সংগ্রহ করতে হবে। কারণ আপনাদের ডাটাবেইজের সফলতার দরুন হিসাবে দেশের জনসাধারণের জীবন যাত্রার মান উন্নত হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নাসরিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সুপার ভাইজার আলমগীর হোসেন, ওসমান গণি, তাজুল ইসলাম, কমিটির সকল সদস্যবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য, একইদিন সারিয়াকান্দি পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়নে এর প্রশিক্ষণ শুরু হয়েছে। 

Bootstrap Image Preview