Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র আশুরা পালিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১২ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৫ AM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে দেশের অন্যান্য স্থানের মতো যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা। এ উপলক্ষে উপজেলার কাশিয়াবাড়ী সুইচ গেট বাজার এলাকায় ময়েজ উদ্দিন চিসতিয়া মাজারে আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা, বিশেষ দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বাদজুমা থেকে শুরু হওয়া উপজেলার কাশিয়াবাড়ী ময়েজ উদ্দিন চিসতিয়া মাজারে আত্রাই, নওগাঁসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় কয়েক হাজার মানুষের ঢল নামে। 

মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়। আশুরা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার উৎস হিসেবে পরিগণিত হয়ে থাকে।

হিজরি ৬১ সনের ১০ মহরম মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন।

এছাড়াও ১০ মহরমে হজরত মুসা (আ.) ফেরাউনের জুলুম থেকে পরিত্রাণ লাভ করেছিলেন তাঁর অনুসারীদের নিয়ে নীলনদ পার হয়ে। তাঁদের পিছু নেওয়া ফেরাউন সদলবলে নীল নদে ডুবে যায়। এমন আরো অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছিল এই দিনে। বিশ্বের মুসলমানদের কাছে এ দিনটি একদিকে যেমন শোকের, তেমনি হত্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেতনায় উজ্জ্বল। তবে মর্মান্তিক ঘটনাটি ঘটে কারবালা প্রান্তরে।

আশুরা উপলক্ষে শিয়া মতাবলম্বীদের সকল অনুষ্ঠান নির্বিঘ্নে করতে কঠোর ব্যবস্থা নেয় আত্রাইয়ের আইন শৃঙ্খলা বাহিনী। 

Bootstrap Image Preview