Bootstrap Image Preview
ঢাকা, ০৬ শুক্রবার, ডিসেম্বার ২০২৪ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে পর্দা উঠল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের

ইদ্রিস আলী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৪ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৪ AM

bdmorning Image Preview


যমুনা বিধ্বস্ত সিরাজগঞ্জের চৌহালীর সাংস্কৃতিমনা মানুষদের একটু নির্মল বিনোদিত করতে আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল এম পি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন৷

বৃহুস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকালে চৌহালী সরকারি ডিগ্রী কলেজ মাঠে শান্তির পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করে মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিরাজগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল মমিন মন্ডল সি আই পি ৷

জেলা ভিত্তিক এ খেলায় অংশগ্রহণ করেন, টাংগাইল জেলা ফুটবল একাডেমী বনাম রাজশাহী জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ৷

খেলা দেখতে দুরদুরান্ত থেকে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মাঠ কানায় কানায় ভরে উঠে।

এর আগে ব্যবসায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আব্দুল মমিন মন্ডল সি আই পি কার্ড পাওয়ায় উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হায়দার মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তারের পরিচালনায় অনারম্বর এক অনুষ্ঠানে তাকে গণসংবর্ধনা দেওয়া হয় ৷

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আবু নজির মিয়া, সহ সভাপতি হাবিবুর রহমান হাবীব, আঃ রশিদ বাবুল, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷

এসময় সি আই পি মমিন মন্ডলকে ফুলের তোর ও সম্মাননা স্বারক প্রদান করে উপজেলা যুবলীগ ৷

Bootstrap Image Preview