Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে নৌকা ডুবে কলেজছাত্রীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৮ PM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নে নৌকা ডুবে রুপালী খাতুন আয়েশা (২২) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৬ জন মারাত্মক আহত হয়েছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার জিগারবাড়িয়া গ্রামের বিলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রুপালী খাতুন আয়েশা (২০) উপজেলার জিগারবাড়ীয়া গ্রামের রাজ্জাক মোল্লার কন্যা শাহজাদপুর সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পাশ করে।

কলেজছাত্রী রুপালী খাতুন আয়েশার পারিবারিক সূত্রে জানা যায়শুক্রবার সকালে জিগারবাড়িয়া থেকে নৌকাযোগে ডায়া গ্রামে আত্মীয় বাড়ি যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

জিগারবাড়িয়া গ্রামের মহির প্রামাণিকের ছেলে আব্দুস সাত্তার ও তার পরিবারের সদস্যরা ডায়া যাওয়ার পথে ডায়া- জিগারবাড়িয়া গ্রামের মাঝামাঝি বিলে এই নৌকাডুবির ঘটনা ঘটে। পরে ২ ঘণ্টারও বেশি সময় চেষ্টায় স্থানীয়রা পানির নিচ থেকে রুপালী খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Bootstrap Image Preview