Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে তিন সন্তানের জননীর আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৭ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৭ AM

bdmorning Image Preview


ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় মোমতাজ খাতুন (৩৫) নামে তিন সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোমতাজ খাতুন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, উপজেলার কাদাই গ্রামের মোজাফফর রহমানের মেয়ে মোমতাজ খাতুনের প্রায় ২০ বছর আগে একই গ্রামের গিয়াস উদ্দিন প্রামানিকের ছেলে গোলাম রব্বানীর সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে তিন সন্তানের জন্ম হয়েছে। রব্বানী-মোমতাজ খাতুনের অভাবের সংসারে প্রায়ই ঝগড়া বিবাদ হতো।

ঝগড়া-বিবাদের ধারাবাহিকতায় শুক্রবার সকালের দিকে স্বামী-স্ত্রীর মাধ্যে গালমন্দার ঘটনা ঘটে। এক পর্যায়ে গোলাম রব্বানী কৃষি কাজের উদ্যেশে বাড়ি ছেড়ে ফসলের মাঠে যায়। এ সময় মোমতাজ খাতুন বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোমতাজ খাতুন মারা যায়।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নুরুল ইসলাম বলেন, সকালের দিকে কীটনাশক পানে মোমতাজ খাতুন অসুস্থ হলে দুপুরের দিকে হাসপাতালে আনা হয়। ফলে রোগীর শারীরিক অবস্থার খুবই অবনতি হয়েছিল। এ অবস্থায় চিকিৎসা দেওয়ার সময় তার মৃত্যু হয়েছে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। মোমতাজ খাতুনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোমতাজ খাতুনের আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview