বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও পিছিয়ে পড়া গ্রামের মানুষের ভোগান্তি কমাতে গ্রাম আদালত বিশেষ ভূমিকা রেখেছে এ লক্ষ্যে নওগাঁর সাপাহারে গ্রাম আদালত সক্রিয়করণে কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার উপজেলার আইহাই ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়ে) প্রকল্প বাস্তয়বায়ন ও সহযোগী সংস্থা ইকো সোস্যাল ডেভলপমেন্ট (ইউএসডিও)’র উদ্যোগে অনুষ্ঠিত উক্ত গ্রাম আদালত সক্রিয়করণ সভায় সভাপতিত্ব করেন, আইহাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী আলমগীর, ইউনিয়ন সমন্বয়কারী শারমিন তমা প্রমুখ। এ সময় উক্ত মতবিনিময় সভার অনুষ্ঠানে পরিষদের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।