Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোরে ইউএনও'সহ আহত ৫

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৬ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৬ AM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার পারভেজ, তার গাড়ি চালক ও দুই নিরাপত্তা প্রহরীসহ ৫ জন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউএনও'র ব্যবহৃত সরকারি গাড়িটি নাটোর যাওয়ার পথে হয়রতপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

জানা যায়, একটি ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কয়েক তরফায় উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ভ্যানটিও ধাক্কা খায়।

স্থানীয়রা সকলকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।

আহত অন্যরা হলেন- ইউএনও'র গাড়ি চালক নাসিরউদ্দিন, তার কার্যালয়ের নিরাপত্তা প্রহরী জাহাঙ্গীর হোসেন ও মালেক সেখ এবং ভ্যান চালক ওলিলুর রহমান। 

ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে বড়াইগ্রাম বনাম গুরুদাসপুর দলের খেলায় বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে তিনি নাটোর যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়।

তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে ইউএনও'কে নাটোর সার্কিট হাউজে আনা হয়েছে। সেখানে তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।  

জেলা প্রশাসক শাহিনা খাতুন দুর্ঘটনার সংবাদ পেয়ে ইউএনও ও আহত সকলের সাথে দেখা করেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। 

Bootstrap Image Preview