নাটোর সদর উপজেলায় সমতলের আদিবাসীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম পূজা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার শংকরভাগ আদিবাসী পল্লীতে বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাত্রি ব্যাপী এই উৎসবের আয়োজন করে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের লোকজন।
এ উপলক্ষে ওই দিন বিকালে কারাম গাছের ডাল কেটে নিয়ে এসে পূজায় অংশ নেন উপবাসী শিশু, কিশোর, যুবক যুবতি, বয়োজেষ্ঠ সকল বয়সের আদিবাসী লোকজন। পূজার পরে কারাম গোসাইয়ের মাহাত্ব্য বর্ণনা করেন পুরোহিত। পরে সারারাত ধরে বাদ্যযন্ত্রের তালে তালে চলে নাচ, গান আর হাড়িয়া খাওয়া। বিগত কয়েকদিন ধরেই এই উৎসবকে ঘিরে আনন্দ উত্তেজনা বিরাজ করছে আদিবাসী সম্প্রদায়ের লোকজনের মাঝে।