নাটোরের গুরুদাসপুর থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ সহ তারাজুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আজ শুক্রবার সোয়া ১২টার দিকে উপজেলার গোপিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজার গাছ সহ তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত দুখাই শেখের ছেলে।
র্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মো. আজমল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।