বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ একাধিক মাদক মামলার পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ৯২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর মধ্যে ধুনট সদরপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে রাজু মিয়াকে (২৮) গোসাইবাড়ি বাজার এলাকা থেকে ৮০ গ্রাম ও চুনিয়াপাড়া গ্রামের নারায়ন চন্দ্রের স্ত্রী ববিতা খাতুনকে (৪০) নিজ বাড়ি থেকে ৬০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় রাজু ও ববিতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত রাজু ও ববিতার বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারধীন রয়েছে।
তারপরও আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তারা এলাকায় আবারো মাদক ব্যবসা করছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।