জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের অভিযানে দুই জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচবিবির দানেজপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার কুয়াতপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সানাউল হক (২৮) ও পশ্চিম কড়িয়া গ্রামের সোলাইমান মন্ডলের ছেলে মাহাবুব আলম।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জানান,গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে জেলার পাঁচবিবি দানেজপুর এলাকা থেকে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।