আগামী জাতীয় নির্বাচনে ফারুক চৌধুরীর হাতকে শক্তিশালী করে নৌকার বিজয়কে ত্বরান্বিত করার জন্য গোদাগাড়ী উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা, পৌর ছাত্রলীগের প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহিদ মিনার হতে গোদাগাড়ী সদর শহিদ ফিরোজ চত্ত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ ফিরোজ চত্ত্বরে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউসার মাসুম এর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, পৌরযুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বল মামুন, গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ মোশারফ বাবু, সাধারণ সম্পাদক আরব আলী, পৌর ছাত্রলীগ সভাপতি হামিদ রানাসহ কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, রাজশাহী-১ গোদাগাড়ী-তানোরের মাটি আওয়ামী লীগের ঘাটি। এই অঞ্চলে একমাত্র ফারুক চৌধুরী আওয়ামী লীগের নেতৃত্ব কে বিকশিত করেছে। তিনি এলাকার অনেক উন্নয়ন করে এলাকার সমৃদ্ধি এনেছেন। সুতরাং তিনার নেতৃত্ব আগামি দিনে আমাদের একান্ত প্রয়োজন। এই এলাকার মাটি একমাত্র ফারুক চৌধুরীর ঘাটি। এখানে বহিরাগত কেউ প্রবেশ করে উশৃঙ্খলা করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান।
তারা আরও বলেন,ফারুক চৌধুরীকে সেভেন সিস্টার নামক যারা হাইব্রীড বলে তারাই হাইব্রীড নিয়ে চলাফেরা তা প্রমানিত হয়েছে।
যদি তারা না হাইব্রীড হয় তাহলে কেন ছাত্রলীগ, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা করত না। এটাই প্রমানিত হয় তারা নৌকার প্রচারের নামে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
ফারুক চৌধুরী শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগ রাজনীতিতে এসেছে। তিনি বর্তমানে শেখ হাসিনার মনোনিত জেলা আওয়ামী লীগের সভপতির দায়িত্ব পালন করে আসছেন।
ফারুক চৌধুরীকে হাইব্রীড বলা মানে শেখ হাসিনার সিদ্ধান্তকে অবমাননা করা হবে বলে তারা জানান।
পরবর্তীতে এমন কথা বলা হলে তাদের প্রতিহত করা হবে বলে হুশিয়ারী দেন।