প্রমত্তা পদ্মা, ভয়ংকরী পদ্মা, প্রলংকরী পদ্মা। পদ্মা তার স্বরূপে আবার ফিরে এসেছে। নদীপাড়ের মানুষের দিনে দিনে নি:স্ব করে দিয়ে যাচ্ছে নিমিষেই। নদীগর্ভে সবকিছু হারিয়ে যখন অনাহারে অর্ধহারে দিন কাটছে নদী পাড়ের মানুষের। তখন অন্য গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা মুষ্টির চাল নিয়ে এই নদী ভাঙন কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। নিজেদের রান্নার চাল থেকে রাখা এক মুঠ চাল নিয়ে মানবতার পাশে দাঁড়িয়েছে সমাজের অবহেলিত ও নিরীহ এই নৃগোষ্ঠীর মানুষ। মানবতার এই জয় হয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকায়।
উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের পদ্মানদীর ভাঙ্গন কবলিতদের সাহায্যার্থে ৮ মণ ৩ কেজি চাউল বিতরণ করা হয়েছে।
গোদাগাড়ী রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন সমূহের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের রক্ষাগোলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের মুষ্টির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক।
এই সময় আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতার, গোদাগাড়ী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বরজাহান আলি পিন্টু, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, সিসিবিভিও প্রধান সমন্বয়কারি নিরুবুল ইসলাম নিরবসহ রক্ষাগোল গ্রাম সমাজ সংগঠনের নেতৃবৃন্দ।
রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন গোদাগাড়ী উপজেলার একটি দৃষ্ঠান্তমুলক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে তৈরী সংগঠন। এই সংগঠনের প্রধান বৈশিষ্ঠ হলো তারা নিজেরাই অত্যান্ত নিরীহ ও গরীব শ্রেণির মানুষ। তারা নিজেরা প্রতিদিন ভাত রান্না তৈরীর সময় একমুঠ করে চাউল সংগ্রহ করে রাখে।
পরবর্তিতে তারা নিজের ও অন্যদের কল্যাণে এগিয়ে এসে সহযোগিতা করে। সেই নীতি নৈতিকতা থেকে এই সংগঠনটি গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের হঠাৎ পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে প্রায় ৭০টি বাড়ী ঘর বিলীন হয়ে যায়। ফলে ওই লোকজন গুলো অর্ধহারে অনাহারে খোলা আকাশের নীচে বসবাস করে আসছিলো। তাদের পাশে সাহায্যের জন্য নিদের একমুঠ করে অর্জিত চাউল দিয়ে ভাঙ্গন কবলিতদের মাঝে ৮ মণ ৩ কেজি চাউল বিতরণ করেন।
গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক ও উপজেলা নির্বাহী অফিসার তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি।
এই বিতরণ কাজে সর্বিক সহযোগিতা করে সিসিবিভিও রাজশাহী এবং ব্রেড ফর দিওয়ার্ল্ড, জার্মান নামের একটি দাতা সংস্থা।