বগুড়ার নন্দীগ্রামে আচারের বড়ি গলায় আটকে সুরাইয়া আকতার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে নন্দীগ্রাম পৌর এলাকার কালিকাপুর সড়ক পাড়ার সবুজ হেসেনের মেয়ে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বড়ির আচার খাবার সময় হঠাৎ করে একটি বড়ি সুরাইয়ার গলায় আটকিয়ে যায়। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠালে পথেই তার মৃত্যু হয়।
নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।