হঠাৎ গুগলের এমন সিদ্ধান্তে বিভিন্ন অফিসে কর্মীদের ফাঁকি দেওয়ার সুযোগ কমে গেল। প্রতিটি প্রতিষ্ঠান তার কর্মীদের কাজ পর্যবেক্ষণ করতে চায়। গুগলের নতুন টুল প্রতিষ্ঠানগুলোকে সে সুযোগ দেবে।
গুগল বলছে, ওয়ার্ক ইনসাইটে অ্যাডপশন চার্টস সুবিধা থাকবে যাতে অ্যাডমিনরা বিভিন্ন ট্রেন্ড বিশ্লেষণ, কাজের গতি পর্যবেক্ষণ, টিমের ব্যবহৃত অ্যাপ পর্যবেক্ষণ করতে পারবেন।
গতকাল বুধবার ‘ওয়ার্ক ইনসাইটস’ নামে নতুন টুল আনার ঘোষণা দিয়েছে গুগল। এতে অ্যাডমিনদের পক্ষে প্রতিষ্ঠানের কর্মীদের কাজ আরও বেশি দেখার ও নজরদারি করার সুবিধা থাকবে। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গুগলের এক ব্লগ পোস্টে গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার রিনা নাদকার্নি বলেছেন, ওয়ার্ক ইনসাইটের মাধ্যমে অ্যাডমিনরা প্রতিষ্ঠানে টিম স্তরে জি-স্যুইট ব্যবহারের বিষয়টি দ্রুত পর্যবেক্ষণ করতে পারবেন। এ টুল ব্যবসায় বিভিন্ন বিষয় সম্পর্কে পর্যবেক্ষণ করার জন্য এবং অভ্যন্তরীণ ডিজিটাল ট্রান্সফরমেশন বুঝতে তৈরি করা হয়েছে।
পুরো টিম প্রতিষ্ঠানের সঙ্গে কীভাবে কাজ করছে, তা বোঝার সুবিধার্থে এটি ব্যবহার করা যাবে। মিটিং বা একই ডকুমেন্টে সবার অংশগ্রহণের বিষয়টি এতে ধরা যাবে।