ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের নতুন যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহবুব আলম। মঙ্গলবার এক আদেশে তাকে এই দায়িত্ব দেয়া হয়।
বুধবার এক বার্তায় বিষয়টি জানিয়েছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।
প্রসঙ্গত, মাহবুব আলম এর আগে ডিবির উপ-কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ যুগ্ম কমিশনার পদে পদোন্নতি পেয়ে ডিএমপি সদর দপ্তরে দায়িত্ব পালন করেন তিনি।
মাহবুব আলমের আগে ডিবির যুগ্ম কমিশনারের দায়িত্বে ছিলেন আব্দুল বাতেন।