দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন।আজ লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭ টির, কমেছে ১৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টি কোম্পানির শেয়ার।আজ সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩২.৪৫ পয়েন্ট বেড়ে ৫৫০৫.০৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.১২ পয়েন্ট বেড়ে ১৯১১.২১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ০.৯৫ পয়েন্ট কমে ১২৬১.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- খুলনা পাওয়ার, ইনটেক লিঃ, এ্যক্টিভ ফাইন, ন্যাশনাল হাউজিং, প্যারামাউন্ট টেক্সটাইল, বিবিএস ক্যাবলস, সায়হাম টেক্স, কনফিডেন্স সিমেন্ট, ন্যাশনাল লাইফ ইন্সুঃ ও আমান ফীড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জনতা ইন্সুঃ, প্রগতি লাইফ ইন্সুঃ, সায়হাম টেক্স, ডেল্টা লাইফ ইন্সুঃ, ন্যাশনাল হাউজিং, নূরানী ডাইং, সাফকো স্পিনিং, প্রাইম লাইফ ইন্সুঃ, এলআর গ্লোবাল মি. ফা-১ ও সায়হাম কটন।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এমএল ডাইং, মেট্রো স্পিনিং, সেলভো কেমিক্যাল, মেঘনা পেট, সাভার রিফ্রেক্টরীজ, শ্যামপুর সুগার, অ্যাম্বী ফার্মা, এ্যক্টিভ ফাইন, অলটেক্স ইন্ডাঃ ও ফ্যামিলি টেক্স।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৬ টি কোম্পানির ১৯ কোটি ৭৮ লাখ ১২ হাজার ৭৫৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮২৪ কোটি ৭১ লাখ ৫৯ হাজার ৮৩৬ টাকা।