বগুড়ার ধুনট উপজেলায় কৃষকের মাঝে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরের দিকে ধুনট পৌরসভা মিলনায়তে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ধুনট শাখার উদ্যোগে এ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উক্ত ঋণ বিতরণের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বগুড়ার জোনাল ব্যবস্থাপক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ধুনট শাখার ব্যবস্থাপক মানিক কুমার সাহা, সিনিয়র অফিসার কেএম সাইফুল ইসলাম, কর্মকর্তা আব্দুর মজিদ, ধুনট পৌরসভার কাউন্সিলন রনজু মল্লিক, আলী আজগর মান্নান, সোলাইমান আলী ও ফরিদ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য ধুনট উপজেলায় ৯ জন কৃষকের মাঝে ৭ লাখ ৭৫ হাজার টাকা নতুন ঋণ বিতরণ করা হয়েছে।