এশিয়া কাপে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আজ লড়াইয়ে নামছে ভারত ও পাকিস্তান। এই লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে পাকিস্তানের পেস বোলিংয়ে পরীক্ষা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫.৩০ মিনিটে। খেলাটি সরাসারি সম্প্রচার করবে গাজী টিভি।
ভারত সম্ভাব্য একাদশ
শিখর ধাওয়ান, রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, অfম্বতি রায়ডু, এম এস ধোনি (উইকেট), কেদার জাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদ্বিপ যাদব, যুবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।
পাকিস্তান সম্ভাব্য একাদশ
ফখর জামান, ইমামুল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আসিফ আলী, শাদাব খান, ফাতেম আশরাফ, মোহাম্মদ আমির / জুনায়েদ খান মো/ নওয়াজ, হাসান আলী, উসমান খান।