ভারত বনাম পাকিস্তান ক্রিকেট। বুধবার আরব আমিরশাহিতে এশিয়া কাপ ২০১৮-র গ্রুপ পর্যায়ে মুখোমুখি হচ্ছে দুই দেশ। দুই দলের শেষ সাক্ষাত ঘটেছিল ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। সেই ম্যাচে জিতে ট্রফি নিয়ে গিয়েছিল পাকিস্তান। শুধু তাই নয় ভেঙে গিয়েছিল আইসিসি টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জিততে না পারার রেকর্ডটিও।
এশিয়া কাপ শেষবার জিতেছিল ভারত। এবার বিরাট কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। পাকিস্তান কিন্তু সর্বশক্তি নিয়েই এসেছে। বুধবারের সেই জমজমাট লড়াইয়ের আগে একনজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপের পরিসংখ্যানে দুই দল কে কোথায় দাঁড়িয়ে আছে।
- এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছে ১২বার। এরমধ্যে ভারত জয়ী হয়েছে ৬ বার, পাকিস্তান ৫ বার। একবার বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়।
- দুই দলে সাক্ষাতে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি, ৪৫৯। গড়েও তিনিই সবার আগে, ৫৪.৬২। তবে বুধবারের ম্যাচের সমীকরণে তিনি নেই।
- পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী মোহম্মদ হাফিজ, ৪৩৭। গড়েও তিনি বিরাটের একেবারে গায়ে গায়ে, ৫৪.৬২। বিরাটের মতোই তিনিও এই টুর্নামেন্টে নেই।
- এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের পক্ষে সবচেয়ে সফল বোলার পিঠের চোট সারিয়ে সদ্য দলে ফেরা ভূবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মা। দুজনেই ৭ ম্যাচে ১১টি করে উইকেট নিয়েছেন।
- তবে ভারত-পাক এশিয়া কাপের ম্যাচে সবচেয়ে সফল বোলার পাক অফস্পিনার সাঈদ আজমল। ৯ ম্যাচ থেকে তিনি ২০টি উইকেট নিয়েছেন। তবে তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
-ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১২৯বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের জয়য় ৫২টি। পাকিস্তানের ৭৩টিতে জয়। ৪টি ম্যাচ হয় পরিত্যক্ত।