Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চীনের সাথে বাণিজ্য নিয়ে আলোচনায় আগ্রহী ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৩ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৩ AM

bdmorning Image Preview


চীনের সাথে বাণিজ্যচুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের সাথে এখনো আলোচনার সুযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন যদিও তিনি ইতোমধ্যেই আবারো চীনের প্রায় ২শবিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ পণ্যের ওপর শুল্কারোপ করেছেন তবে মঙ্গলবার চীনও পাল্টা হাজার কোটি ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্কারোপ করে দিয়েছে

মঙ্গলবার ট্রাম্প এক বিবৃতিতে জানান, ‘আমরা চীনের ওপর মারাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছি তারাও আমাদের সাথে পাল্টা প্রতিক্রিয়ায় লিপ্ত আছে তারা দীর্ঘদিন যাবত আমাদের থেকে অনেক সুবিধা নিচ্ছে এমনকি নিজেরা বড় অর্থনীতির দেশে উন্নিত হতে আমাদের কৃষক, খামারি শিল্প কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই চীনা প্রায় ৫০ বিলিয়ন পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্কারোপ করে রেখেছে এমনকি গত ১৭ সেপ্টেম্বর আবারো ২শবিলিয়নের পণ্যের ওপর শুল্কারোপ করা হয়েছে ট্রাম্প মোট ৫শবিলিয়নের পণ্যের ওপর অতিরিক্ত শুল্কারোপ করারও হুমকি দিয়েছেন চীনের সাথে প্রায় ৩৭৫ বিলিয়নের বাণিজ্য ঘাটতি সমতায় ফেরাতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে ওয়াশিংটন দাবি করেছে

Bootstrap Image Preview