চ্যাম্পিয়ন্স লিগে নিজের ছ’নম্বর ট্রফির লক্ষ্যে বুধবার অভিযান শুরু করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ বার অবশ্য তাঁর ক্লাব স্পেনের রিয়াল মাদ্রিদ নয়। সেরি আ-র জুভেন্তাস। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ মিলিয়ে রোনালদো মোট গোল করেছেন ১২০টি। যে নজির অন্য কারও নেই। এখন দেখার, তাঁর গোল করার অসাধারণ দক্ষতা নতুন ক্লাবেও দেখা যায় কি না। সেক্ষেত্রে জুভেন্তাসেরও বড় পরীক্ষা।
রিয়াল যাঁকে নিয়ে এত বড় সব সাফল্য পেয়েছে সেই রোনালদো এখন জুভেন্তাসের প্রধান শক্তি। তাঁকে পেয়ে ১৯৯৬ সালের পরে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিততে নিশ্চিত ভাবেই প্রাণপাত করবে ইতালির সর্বকালের অন্যতম সেরা ক্লাব। এমনিতে সেরি আ-য় প্রথম মৌসুমের শুরুতে গোল পাচ্ছিলেন না রোনালদো। জুভেন্টাসের কোচ ম্যাক্সমিলিয়ানো আলেগ্রি অবশ্য তিনদিন আগে বলেন, ‘‘ক্রিশ্চিয়ানোর গোল করা সময়ের অপেক্ষা।’’ ফলেও যায় তাঁর কথা। সেরি আ-য় শেষ ম্যাচে জোড়া গোল পান রোনালদো।
বুধবারের ম্যাচ নিয়ে রীতিমতো আবেগাপ্লুত পর্তুগিজ মহাতারকা। বলেছেন, ‘‘এত বছর স্পেনে খেলেছি। মনে হচ্ছে নিজের ঘরেই এ বার ফিরব। ওখানে ভাল কিছু করাও আমার কাছে চ্যালেঞ্জে। গোলও করতে চাই।’’
চ্যাম্পিয়ন্স লিগ: ভ্যালেন্সিয়া বনাম জুভেন্তাস: রাত ১ টায় সোনি টেন ওয়ান। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ইয়ং বয়েজ়: রাত ১ টায় সনি ইএসপিএন। ম্যান সিটি বনাম লিয়ঁ: রাত ১টায় সোনি সিক্স। রিয়াল মাদ্রিদ বনাম রোমা: রাত ১টায় সোনি টেন টু। বায়ার্ন মিউনিখ বনাম বেনফিকা: রাত ১টায় সোনি টেন থ্রি।