সিরিয়ার উপকূলে সোমবার ১৪ আরোহীসহ একটি রুশ প্লেন ভূপাতিত হয়। এটি সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতেই ধ্বংস হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। তবে সিরিয়ার মিত্রপক্ষ রাশিয়ার প্লেন ধ্বংসের পিছনে জানা যায় ভিন্ন এক তথ্য।
ধ্বংপ্রাপ্ত প্লেনটি আইএল-২০ টার্বো-প্রপ মডেলের প্লেন ছিল।
সিরিয়ায় সে সময় ইসরায়েলি বিমান হামলা চলছিল। ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ছোড়া হয় সিরিয়ান ক্ষেপণাস্ত্র। তবে সে সময় ক্ষেপণাস্ত্র ভুলক্রমে রাশিয়ান প্লেনে আঘাত হানে।
ইসরায়েলের বিমানকে লক্ষ্য করে ছোড়া সিরিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতেই শেষ পর্যন্ত ভূমধ্যসাগরের ওপর দিয়ে ১৪ আরোহীসহ একটি রুশ সামরিক বিমানটি ধ্বংস হয়।
মস্কোও বিষয়টি নিশ্চিত করে বলেছে, ইসরাইলি বিমান লক্ষ্য করে ছোড়া সিরিয়ান মিসাইলে ভূপাতিত হয়েছে বিমানটি।
তবে এর আগে বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে ইসরায়েলকে দায়ী করে রাশিয়া। রাশিয়া বলছে, রুশ বিমানটিকে আড়াল হিসেবে ব্যবহার করে ইসরাইলি বিমানগুলো যাতায়াত করছিল। যার ফলে রুশ বিমানটি মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
ইসরায়েল বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে।