চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ২৬ রানের শ্বাসরুদ্ধকর জয় পেলো ভারত।প্রথমে টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রান করে ধোনিরা। ২৮৬ রানের জবাবে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৯ রান করে তারা।
হংকংয়ের বিপক্ষে নিজেদের নামের সুবিচার করতে পারেনি রোহিতরা।যেখানে পাকিস্তান হেসে খেলে জয় পেয়েছিলো, সেখানে নাকানী চুবানি খেয়ে জয় পেল ভারত।
হংকংয়ের ব্যাটিংয়ের শুরুটা ছিলো অসাধারণ ১৭৪ রানের বিরাট জুটি গড়েন দলের দুই ওপেনার নিজাকাত খান ও আনসুমান রাথ।এই দুই ব্যাটসম্যানের ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে হংকংরা।
ম্যাচ তখন হংকংয়ের পক্ষে ছিলো কিন্তু চাহাল ও খলিলের বোলিং ঝড়ে মুহূর্তে পাল্টিয়ে যায় ম্যাচের চিত্র।দলীয় ২০০ রান পার হতে না হতেই একের পর এক উইকেট হারাতে থাকে হংকং।অবশেষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৯ রান করে তারা।