ঝড়ের ভয়াবহতা বোঝাতে ক্যামেরার সামনে হাস্যকর অঙ্গভঙ্গি করে তুমুল সমালোচিত হয়েছিলেন সাংবাদিক। সেই নিয়ে হাসাহাসি হয়েছে বিস্তর। সেই রেশ কাটতে না কাটতে ফের বিতর্কে দ্য ওয়েদার চ্যানেল।’ মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংক্রান্ত খবরের চ্যানেল সেটি। এবার তাদের বিরুদ্ধে অভিযোগ, উন্নত প্রযুক্তির যথেচ্ছ ব্যবহার করে দর্শকদের মনে ভীতি সঞ্চারের।
মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের নর্থ ক্যারোলাইনায় আছড়ে পড়েছে বিধ্বংসী হারিকেন ফ্লোরেন্স।তা নিয়ে বৃহস্পতিবার বিকেলে খবর পড়ছিলেন আবহাওয়াবিদ এরিকা নাভারো। স্টুডিওয় দাঁড়িয়েই খবর পড়ছিলেন তিনি। তবে গ্রিন স্ক্রিন ও উন্নত প্রযুক্তির মাধ্যমে কিছু ক্ষণের মধ্যেই সেটি নর্থ ক্যারোলাইনায় রূপান্তরিত করা হয়।
ঝড়ের ভয়াবহতা বোঝাতে গ্রিন স্ক্রিন ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে চ্যানেলটি। এতে মনে হয় স্টুডিওতেই চলে এসেছে হারিকেন ফ্লোরেন্স। নর্থ ক্যারোলাইনায় রূপান্তরিত হয় নাভারোর চারপাশ।
ত্রিমাতৃক দৃশ্যটি দেখলে মনে হবে নর্থ ক্যারোলাইনার কোনো রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন খবর পাঠিকা এরিকা। আর পেছনে পানির স্তর তার মাথা ছুঁই ছুঁই।
দর্শককে ঝড়ের পরিস্থিতি বোঝাতে শুরু করেন এরিকা। তিন ফুট পানি থাকলে কী করণীয়। আর পানির স্তর ৯ ফুটের বেশি হলে কী করণীয়। হারিকেনটি কত ভয়ানক আকার ধারণ করছে সে বিষয়ে জানান তিনি।
এ অনুষ্ঠানের পর পরই তাদের বিরুদ্ধে অভিযোগ আসে। উন্নত প্রযুক্তির এমন ব্যবহার কাম্য নয় বলে মন্তব্য করেন অনেকে। তাদের মতামত, দর্শকদের মনে বিষয়টি ভীতি সঞ্চার করেছে।
কিছু আমেরিকাবাসীদের মতে, এটি বেশি বাড়াবাড়ি হয়ে গেল। খবরের নামে অহেতুক চাঞ্চল্য সৃষ্টি করছে তারা।
কেউ বলছেন, সব বেলায় প্রযুক্তি দেখানো খাটে না। টেলিভিশনে ওই দৃশ্য দেখতে বেশ ভয় ও অস্বস্তি হয়েছে আমাদের। দুর্বলচিত্তের মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করেছেন অনেকে। তবে উন্নত প্রযুক্তির এমন ব্যবহারের প্রশংসাও করেছেন অনেকে।
উল্লেখ্য, হারিকেন ফ্লোরেন্স এর খবরাখবর জানাতে শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছে ‘দ্য ওয়েদার চ্যানেল।’
প্রথমে লাইভ কভারেজ করতে গিয়ে বিতর্কে জড়ান তাদের প্রবীণ সাংবাদিক মাইক স্পিডেল। ঝড়ের তাণ্ডব কতটা বোঝাতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করেন তিনি।
সামনে-পেছনে দুলতেও শুরু করেন। ভাবটা এমন যেন ঝড়ের দাপট তাকে স্থির থাকতে দিচ্ছে না। কিন্তু তিনি যখন অঙ্গভঙ্গি করতে ব্যস্ত, ঠিক সেই সময়ই তার পেছন দিয়ে নিশ্চিন্তে হেঁটে যেতে দেখা যায় দুই পথচারীকে। এ দৃশ্য দেখে চ্যানেলটির সংবাদ উপস্থাপনে এমন অভিনয় নিয়ে কটাক্ষ করেন আমেরিকানরা।
প্রসঙ্গত শুক্রবার প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজ্যের বেশিরভাগ এলাকা। শনিবার পর্যন্ত ঝড়ের কবলে পড়ে নিহত হয়েছেন অন্তত সাতজন। এর মধ্যে এক মা ও শিশুর করুণ মৃত্যু হয়েছে।