সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করে প্রায় আড়াই হাজার সৌদি নাগরিক কারাভোগ করছেন। গ্রেফতারকৃতদের মধ্যে আলেম, বুদ্ধিজীবী ও সাংবাদিক রয়েছেন।
সৌদি আরবের মানবাধিকার সংগঠন প্যারিজনার্স অব কনসান্স এ দাবি করেছে বলে জানিয়েছে ইরানের প্রেসটিভি। প্যারিজনার্স অব কনসান্স টুইটারে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে এ তথ্য প্রকাশ করেছে।
প্যারিজনার্স’র দাবি অনুযায়ী, বর্তমান যুবরাজ সালমানের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। এ অভিযানে মূলত সরকারের সমালোচনাকারী হিসেবে পরিচিতি ২ হাজার ৬১৩ জনকে আটক করে বিভিন্ন কারাগার ও ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রিয়াদ শান্তিপূর্ণ ভিন্নতামতালম্বীদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আটক ও বন্দি করছে।
এ অভিযানে মূলত সরকারের সমালোচনাকারী হিসেবে পরিচিতি ২ হাজার ৬১৩ জনকে আটক করে বিভিন্ন কারাগার ও ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রিয়াদ শান্তিপূর্ণ ভিন্নতামতালম্বীদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আটক ও বন্দি করছে।