শুরু না হতেই শেষ হয়ে গেল তামিম ইকবালের এশিয়া কাপ। আঙুলের ইনজুরির নিয়ে অবশেষে আজ বিকালে দেশে ফিরে এলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
চোট পাওয়ার দুই-তিন দিনের মধ্যে আবার তামিমের কবজির চোটের অবস্থা মূল্যায়ন করার কথা ছিল। সেটি করতেই বাংলাদেশ দলের ফিজিও তিহান চন্দ্রমোহনকে সঙ্গে নিয়ে গেলেন হাসপাতালে। সেখানে কবজির স্ক্যান করানো হলো আবার। সেটির রিপোর্ট নিয়ে দেখা করেছেন দুবাইতেই জমিয়ে বসা এক জার্মান অস্থি বিশেষজ্ঞের সঙ্গেও। সেখান থেকে আরো বড় কোনো দুঃসংবাদ আসেনি বলেই জানা গেছে।
এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমেছিলো বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের শেষ দু’বলে দুই উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় ওভারে তামিমকেও প্যাভিলিয়নে ফিরতে হয়, তবে আউট হয়ে নয়। শ্রীলংকার ডান-হাতি পেসার সুরাঙ্গা লাকমলের বলে বাঁ-হাতে কব্জিতে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন তামিম। এসময় ৩ বলে ২ রান করেন তিনি।
হাতে ব্যাথা নিয়ে মাঠ ত্যাগ করে স্থানীয় একটি হাসপাতালে যান তামিম। সেখান থেকে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাতে ব্যান্ডেজ নিয়ে আবারো ড্রেসিংরুমে ফিরেন তিনি। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বাঁ-হাতের আঙ্গুল থেকে কনুই পর্যন্ত ব্যান্ডেজ পেচিয়ে খেলা উপভোগ করছেন তামিম। এ অবস্থায় তার ব্যাট করার কোন সম্ভাবনাই ছিলো না। কিন্তু বাংলাদেশ ইনিংসের ৪৭তম ওভারের শেষ বলে সবাইকে অবাক করে দিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে উইকেটে যান তামিম।