পাকিস্তান ও ভারতের খেলা মানেই হাই-ভোল্টেজ ম্যাচ।এবার সেই ম্যাচ দেখার জন্য দুবাইয়ের গ্যালারিতে দেখা যাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। এমন সংবাদ প্রচার করেছে জিও নিউজ।
ইমরান খান দুইদিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে রয়েছেন।দুবাই যাবেন খেলা দেখতে। সেখান থেকে তিনি দুবাইয়ে যাবেন ভারত-পাকিস্তানের উত্তেজনা পূর্ণ ম্যাচটি উপভোগ করতে।
গত ১৫ সে্প্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসাবে ধরা হচ্ছে ভারত-পাকিস্তানের ম্যাচকে। ইমরান খানের মাঠে উপস্থিতি নিয়ে পাকিস্তানের অধিনায়ক শরফরাজ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের উপস্থিতি অবশ্যই সকল খেলোয়ারদের মনে আলাদা একটা প্রেরণা হিসাবে কাজ করবে, এবং ভবিষতের জন্যও অনেক সহায়ক হবে।