মেয়ের অসুস্থতার কারণে নাকি এশিয়া কাপ ছেড়ে দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান। গতকাল রাতে হঠাৎ এমন খবর প্রকাশের পর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।কিন্তু পরে শুনা যায় এশিয়া কাপের গুরুত্ব বিবেচনা করে দেশে ফিরছেন না সাকিব।এই ধরণের সংবাদ প্রচারে এবার বেজায় চটেছেন সাকিব পত্নী উম্মে শিশির।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে শিশির লিখেছেন,“হলুদ সাংবাদিকতা নিজের সেরা সময় পার করছে। কোনো কিছু না জেনে সে সম্পর্কে লিখে তা থেকে অধিক ভিউ পাওয়ার আশায় বাজারে ছেড়ে দেয় এবং যার সম্পর্কে লিখছেন তিনি আর কেউ নন, সাকিব আল হাসান। আমার মেয়ে এশিয়া কাপের পূর্বেই অসুস্থ হয়েছিল। আর সাকিব তার অসুস্থতার জন্য ঢাকায় ফিরছেনা। এটা আমাদের চিন্তার বাইরে। এর থেকেও অনেক কঠিন সময় এসেছিল যখন তাকে আমাদের প্রয়োজন ছিল, কিন্তু দেশের কথা চিন্তা করে আমরা তাকে ছেড়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই ভুলে গিয়েছেন, সে তার প্রথম সন্তানের জন্মের সময় আমাদের সাথে ছিলেন না। একটা মানুষ কত বড় ইনজুরি নিয়ে খেলছে, সে জানে এ থেকে তার ক্যারিয়ারে বড় ক্ষতি হতে পারে। অথচ এসকল জঘন্য খবর প্রকাশ করছে দেশের বড় সংবাদমাধ্যমরা। এটা সত্যিই বেদনাদায়ক। আপনারা লেখার জন্য কিছু না পেলে কিছু লিখিয়েন না। আর খেলার আগে কোনো খেলোয়াড়ের ইমোশন নিয়ে এমন খেলার বিরুদ্ধে আমি অবস্থান নিচ্ছি। এটা লজ্জাজনক।”