Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত ও পাকিস্তানের ম্যাচে যে ভয়ে মাঠে থাকবে ৬টি দেশের গোয়েন্দা সংস্থা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৫ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৯ AM

bdmorning Image Preview


চলতি এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ গিয়ে শুরু হয়েছে নতুন গুজন।শুনা যাচ্ছে হাই-ভোল্টেজ এই ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ট দুই গ্যাংস্টার।

ইতোমধ্যে মুম্বই ও করাচি থেকে দাউডের কয়েকজন আত্মীয়ও পাড়ি দিয়েছেন দুবাইয়ে। কারওরই আর অজানা নেই, ভারত-পাকিস্তান মহারণ দেখতে পছন্দ করে দাউদ ইব্রাহিম। বেটিংও করে সে। ফলে ভারত-পাকিস্তান ম্যাচে দাউদ-ঘনিষ্ট হাজির থাকার খবরে নড়েচড়ে বসেছেন বিশ্বের ৬টি দেশের গোয়েন্দা সংস্থাগুলি।

ভারত-পাকিস্তান ম্যাচে কোটি কোটি টাকার জুয়া খেলা হতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিম ও তার ডি কোম্পানির ব্যাপারে তথ্য হাতে এসেছে তাঁদের। এরপরই ভারত-পাকিস্তান ম্যাচের প্রতিটি মুহূর্ত নজরবন্দি করার সিদ্ধান্ত নিয়েছে গোয়েন্দা সংস্থাগুলি।

Bootstrap Image Preview