Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উত্তর কোরিয়ায় পা রেখে পরমাণু নিরস্ত্রীকরণ বৈঠকে কিম-মুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪২ AM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৩ AM

bdmorning Image Preview


উত্তর কোরিয়ায় পা রেখেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্যা ইন। সেখানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন তিনি। উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক।

তিনদিনের সফরে মঙ্গলবার সকালে পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন প্রেসিডেন্ট মুন জ্যা ইন। সে সময় তার সঙ্গে তার স্ত্রী কিম জাং সুকও ছিলেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার স্ত্রী রি সোল-জু।

উল্লেখ্য, এক দশকের মধ্যে এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনো নেতা উত্তর কোরিয়া সফরে গেলেন। গত এপ্রিলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের প্রথম ঐতিহাসিক বৈঠকের পর চলতি বছর এটি উভয় নেতার তৃতীয় সাক্ষাৎ।

Bootstrap Image Preview