মেয়ের অসুস্থতার কারণে চলতি এশিয়া কাপ ছেড়ে দেশে ফিরতে চেয়েছিলেন সাকিব আল হাসান।কিন্তু এশিয়া কাপের গুরুত্ব বিবেচনায় শেষ পর্যন্ত আসছেন না তিনি।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, আলায়নার অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে দেশে ফিরছেন না সাকিব। সুস্থ্য আছেন আলায়না। দলের সাথেই থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও।তবে সাকিব না ফিরলেও আজ মঙ্গলবার দেশে ফিরবেন দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।
এদিকে শ্রীলংকার বিপক্ষে জয়ের নায়ক মুশফিকুর রহিমের আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামা অনেকটা অনিশ্চিত। আফগানিস্তান দলের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এমন অবস্থায় সাকিব আল হাসান দেশে ফিরে আসলে বড় বিপদের সম্মুখীনই হত টিম টাইগার।
মুশফিক-তামিমের অনুপস্থিতে সাকিবের প্রয়োজনীয়তা কতটা তা সকলের কাছেই বোধগম্য। তাই শেষ পর্যন্ত দেশের কথা চিন্তা করে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।