জয়পুরহাটের পাঁচবিবির থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সন্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পুলিশ সুপার রশীদুল হাসানের সভাপতিত্বে পুলিশ লাইনে আয়োজিত এক মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার রশীদুল হাসান তাকে এ সন্মাননা প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারী থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এই ছয় মাসে মাদক উদ্ধার, আসামী আটক ও বিভিন্ন অপরাধ দমনে জেলার বাকি চার থানার থেকে পাঁচবিবি থানা এগিয়ে থাকায় তাকে এই সন্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাজ্জাদ হোসেনসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদবির অফিসার গণ।
এদিকে গত জুন-আগস্ট মাসের কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য জেলার শ্রেষ্ঠ এস.আই হিসেবে পাঁচবিবি থানার এস.আই ফারুক হোসেনকেও ক্রেস্ট প্রদান করা হয়।