ঘন বনের মধ্যে চিতার আক্রমণ যে কী সাংঘাতিক হতে পারে তা ভাবতেই যে কারো গা ছমছম করে উঠবে। কিন্তু এদিন দ্রুতগতির এই প্রাণীটিকেই দেখা গেল পালাতে। তাও আবার কুকুরের তাড়া খেয়ে!
চিতাবাঘের মুখে পড়ে যেখানে প্রাণ বাঁচানোর ভয়ে থাকার কথা কুকুরের সেখানে চিতাবাঘকেই হটিয়ে দিয়েছে একটি কুকুর। তবে চিতাবাঘের সঙ্গে লড়াই করতে হয়নি কুকুরটির। শুধু বুদ্ধির জোরে চিতাকে পিছু হটতে বাধ্য করেছে কুকুরটি। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালনা সাফারি পার্কে।
মাঝরাস্তায় শুয়ে ছিল কুকুরটি। হঠাৎ করে জঙ্গল থেকে লাফ দিয়ে তার সামনে এসে পড়ে একটি চিতাবাঘ। এই দেখেই দাঁড়িয়ে ভয়ঙ্কর চিত্কার শুরু করে কুকুরটি।
কুকুরের এমন উচ্চৈস্বর চিত্কারে হতভম্ভ হয়ে যায় চিতাটি। কিছুক্ষণ পরেই জঙ্গলে পালায় চিতাটি। খানিকক্ষণ উঁকি মেরে পরিস্থিতি বোঝারও চেষ্টা করে। কিন্তু তখনও চিত্কার করতেই থাকে কুকুরটি। শেষমেশ পালায় ওই চিতাবাঘ। ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।