চলতি এশিয়া কাপ থেকে বিদায় নিলো হাথুরিসিংহের শ্রীলংকা।প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১৩৭ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে ৯১ রানে হারার পর নিশ্চিত হয় তাদের বাড়ি যাওয়ার টিকিট।অন্যদিকে লংকানদের বিপক্ষে বিরাট এই জয়ের পর এশিয়া কাপে সুপার ফোরে খেলার স্বপ্ন দেখছে রশিদ ও মুজিবরা।
প্রথমে টসে জিতে রহমত আলীর ব্যাটিং নৈপুণ্যে নির্ধারীত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৯ রান করে আফগানিস্তান। গত ম্যাচে টাইগারদের বিপক্ষে হারের পর আজ ঘুরে দাঁড়ানোর লক্ষে ২৫০ রানের প্রয়োজনে ব্যাটিং করতে নামে লংকানরা।
কিন্তু তাদের সেই জয়ের স্বপ্ন পুরোন হতে দিলো না আফগান বোলাররা।ধুলোর মত উইকেট থেকে উড়িয়ে দিলো হাথুরির শির্ষ্যদের।নির্ধারিত ৫০ ওভার হওয়ার আগেই সব উইকেট হারিয়ে ১৫৮ রানে গুটিয়ে যায় লংকান শিবির।