Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুরুদাসপুরে ট্রাক-লরি সংঘর্ষে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২১ PM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২১ PM

bdmorning Image Preview


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে ট্রাক ও তৈলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে লড়িতে আটকে থাকা রেজাউল হাজী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মশিন্দা ইউনিয়নের হাজীর হাট নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।নিহত রেজাউল হাজী রাজশাহীর শাহমুখদুম কলেজ এলাকার আফরিন তৈল পাম্পের ম্যানেজার বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, ঢাকার দিক থেকে আসা ট্রাকের চাকা পানছার হয়ে রাজশাহী থেকে বাঘাবাড়ী গামী তৈলবাহী লড়ির সামনা-সামনি ধাক্কা দেয়। এতে তৈলবাহী লড়ি ছিটকে রাস্তার পাশে ১০ ফুট পানির নিচে পরে যায়। লড়িতে আটকে থাকা রেজাউল হাজীকে স্থানীয়রা উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

Bootstrap Image Preview