ভারতের ঝাড়খান্ড রাজ্যের গোড্ডায় বিজেপির এক প্রচারণা সমাবেশে মন্ত্রীর পা ধুয়ে পানি খেয়েছেন দলেরই এক কর্মী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ভারতীয় এক গণমাধ্যমের খবরে বলা হয়, গোড্ডায় বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়েছিলেন। সেখানে পবন শাহ নামে এক কর্মী একটি থালা এবং পানির পাত্র নিয়ে আসেন সাংসদের কাছে। তার পা ধুয়ে দেন। মন্ত্রীও হাঁটুর কাছে প্যান্ট তুলে এগিয়ে দেন পা। একটি থালার উপর রেখে পানি ঢেলে পা ধুয়ে দেন পঙ্কজ। এরপর সেই নোংরা পানি খেয়ে নেন তিনি।
গতকাল রবিবার এই ঘটনার পর সংসদে গেলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিজেপির এই সাংসদ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মঞ্চে বসে আছেন সাংসদ নিশিকান্ত দুবে। সঞ্চালকের স্লোগানের সঙ্গে গলা মেলাচ্ছেন সভায় উপস্থিত কর্মীরা। সবাই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সাংসদ নিশিকান্তকে। এক কর্মী মঞ্চে উঠে সাংসদের পা পানি দিয়ে ধুইয়ে দিয়ে মুছে দিচ্ছেন। এরপরেই সেই পা ধোয়া পানি পানও করছেন ওই কর্মী। সঙ্গে সঙ্গে সাংসদের জয়ধ্বনিতে ভরে উঠল সভা চত্বর।
সমগ্র বিষয়টি বেশ ভালোভাবেই উপভোগ করেছেন সাংসদ নিশিকান্ত দুবে। একবারের জন্যেও বাধা দেননি ওই কর্মীকে। এদিকে বির্তকের মুখে পরবর্তী সময়ে ফেসবুক পেজ থেকে ভিডিওটি ডিলিট করে দেন ওই বিজেপি নেতা।
কিন্তু এত সমালোচনার মুখে পড়েও ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করার কোনও লক্ষণ নেই নিশিকান্তের। উল্টো নিজেকে সুদামার সঙ্গেও তুলনা করেছেন তিনি। আর পবন নামে ওই কর্মীকে কৃষ্ণের সঙ্গে তুলনা করে পাল্টা প্রশ্ন তুলেছেন, কৃষ্ণ কি সুদামার পা ধুয়ে দেননি? কোনও কর্মী যদি ভালোবেসে তার পা ধুয়ে দেন, তাতে অন্যায়ের কী আছে?