চলতি মাসের ১২ সেপ্টেম্বর অনুশীলন করতে গিয়ে মুশফিকুর রহিমের বাঁ পাঁজরের ৯ নম্বর হাড়টা ভেঙে যায়।এমন স্থানে ভেঙ্গেছে যেখানে না যায় না ব্যান্ডেজ করা। না যায় ইনজেকশন দেওয়া।এমন অবস্থায় মুশফিক ব্যথানাশক ট্যাবলেট খেয়ে মাঠে নামেন।
দুবাই গিয়ে গত চার দিনে ২৫টি ব্যথানাশক ট্যাবলেট মুশফিক। আপাতত ট্যাবলেট খাওয়া ছাড়া কোন উপায় নেই মুশফিকের কাছে । প্রতিদিন ৬ টার মত ট্যাবলেট খেতে হয় তাকে। মাঠে নামার আগে টেপ লাগিয়ে ওষুধ খেয়ে নামেন। এমন শরীর নিয়ে শ্রীলংকার বিপক্ষে খেলেছেন ক্যারিয়ারের সেরা ইনিংস।
নিজের ব্যাথা মুশফিক ভুলে যাচ্ছেন তামিমের এমন সাহস দেখে। কারণ তামিমেরও দুই-তিন জায়গায় ভাঙা।তামিমের এই সাহস মুশফিকের এখন স্বস্তি দিচ্ছে। আপাতত নিজেকে ফিট রাখার জন্য ব্যথানাশক ট্যাবলেট খাচ্ছেন তিনি।