Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে তালেবানের হামলা, নিরাপত্তাবাহিনীর ১০ সদস্যসহ নিহত ৩২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১ PM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আফগানিস্তানে তালেবানের হামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১০ জন সদস্যসহ ৩২ জন নিহত হয়। সোমবার তালেবানরা দেশটির পুলিশ সেনাবাহিনীর বেশ কয়েকটি ঘাঁটিতে হামলা চালায়

আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বাদগিসের রাজধানী কালা--নাউ শহরে হামলার ঘটনায় পুলিশের কমান্ডার আব্দুল হাকিম সহ পাঁচজন কর্মকর্তা নিহত হয়েছেন

বাদগিসের প্রাদেশিক সরকারের মুখপাত্র জামশিদ সাহাবী ব্যাপারে বলেন, গোলাগুলির সময় তালেবানের ২২ জন সদস্য নিহত হয়েছেন এছাড়া তাদের ১৬ জন সদস্য আহত হয়েছেন

বাগলান প্রদেশে যৌথ বাহিনী এবং পুলিশের ঘাঁটিতে হামলার ঘটনায় তিন সেনা এবং দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন

প্রাদেশিক পুলিশের প্রধান জেনারেল একরামুদ্দিন সেরিহ বলেন, বাগলানী মারকাজি জেলায় আরেকটি হামলায় নিরাপত্তা বাহিনীর চার সদস্য আহত হয়েছেন বর্তমানে ওই নিরাপত্তা ঘাঁটি আফগান নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে গোলাগুলি চলাকালে তালেবানের ২০ সদস্য হতাহতের ঘটনা ঘটেছে

জঙ্গিগোষ্ঠী তালেবানের তরফ থেকে হামলার ব্যাপারে এখনো কোনো বিবৃতি দেয়া হয়নি তাছাড়া কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি তবে পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনায় তালেবানকেই দায়ী করেছেন কেননা ওই দুই প্রদেশেই তালেবানের স্বক্রিয় উপস্থিতি রয়েছে এবং তারা প্রায়ই সেখানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়

Bootstrap Image Preview