এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের খেলায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাহরাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।
খেলা শুরুর ১২ মিনিটের মাথায় প্রথম গোল করে শামসুন্নাহারারা। তার ঠিক চার মিনিট পরে অধিনায়ক মারিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ডি-বক্সের ওপর থেকে এই মিডফিল্ডারের শট গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ায়।৩৫তম মিনিটে স্কোরলাইন ৪-০ করে নেয় বাংলাদেশ।
এরপর দ্বিতীয়আর্ধে ৫৫তম মিনিটে আঁখি খাতুনের বাড়নো বল নিখুঁত শটে জালে জড়িয়ে দেন আনুচিংয়ের বদলি নামা ফরোয়ার্ড সাজেদা।দুই মিনিট পর স্কোরলাইন ৭-০ করেন শামসুন্নাহার জুনিয়র।
৫৮তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ঢোকা শামসুন্নাহার জুনিয়রকে ডি বক্সের মধ্যে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড পান ডানা বাসেম। শামসুন্নাহার সিনিয়রের শট গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।
৭১তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে মারিয়া কোনাকুনি শটে ব্যবধান আরও বাড়ান। ৮০তম মিনিটে তহুরা খাতুনের গোলে স্কোরলাইন হয় ১০-০।
উল্লেখ্য, আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।